“শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুত” এই স্লোগানে নেত্রকোনার মদন উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সোয়া ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
এর মাধ্যমে ২০৯ বর্গ কিলোমিটারের উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩৭ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ৫৩০ কিলোমিটার লাইন দ্বারা ত্রিশ হাজার তিনশত তেষট্টি জন গ্রাহক সংযোগ পেয়েছেন। তারমধ্যে আবাসিক ২৭৭৬০, বানিজ্যিক ১৭৮৫, সেচ ২৮২, শিল্প সাধারণ ১৫৯, বৃহৎ শিল্প ৩, রাস্তার বাতি ৯ ও সি আই ৩৬৫টি। এতে ১০ এমভিএ উপকেন্দ্রে সরকারী ব্যয় হয়েছে ৮২ কোটি ৫০ লাখ টাকা।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, পল্লী বিদ্যুতের জিএম মজিবুর রহমান, ডিজিএম (মদন) মোঃ মাহবুব আলী, মদন প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিনসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ এবং জনপ্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সুধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শিক্ষক আয়শা আক্তার।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/হিমেল