বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল হল চত্ত্বর থেকে তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বের হওয়া একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফের শুরুরস্থলে গিয়ে শেষ হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার’র সহযোগিতায় এবং স্বপ্ন ছোয়ার উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
পরে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন ছোয়ার সভাপতি তপু হোসেন। বক্তৃতা করেন তৃতীয় লিঙ্গের সদস্য সাগরিকা ও কেয়া সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, তাদের মানবাধিকার শুধুমাত্র তৃতীয় লিঙ্গ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। সরকার তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি, যা মানবাধিকার লংঘন। তৃতীয় লিঙ্গের সদস্যরা সরকারের কাছে সাধারণ জনগনের ন্যায় মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি জানান।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ