প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন করেছেন। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উদ্ধোধন ঘোষণা করেন তিনি। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের ফলক উন্মোচন করেন মোঃ আব্দুল মালেক এমপি, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য আতাউল হক মোল্লা, ঢাকা পাওয়ার ডিভিশনের উপ-প্রধান শাহ মোঃ হেলাল উদ্দীন, নেসকো লিমিটেডের নওগাঁর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর উপজেলায় পল্লী বিদ্যুতের এবং পিডিবির মাধ্যমে মোট ১ লাখ ২ হাজার ৪৯৩ জন গ্রাহকের মাঝে সংযোগ প্রদানের মাধ্যমে সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়। এর মধ্যে পল্লী বিদুতের মাধ্যমে ৪৮ হাজার ৬৮৬ জন এবং পিডিবির মাধ্যমে ৫৩ হাজার ৮০৭ জন গ্রাহক।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/হিমেল