গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবাসহ শামছুল হক (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বাগদাফার্ম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামছুল কক্সবাজার জেলার আব্দুল হাই মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শামসুল ইয়াবা বিক্রির উদ্দেশে কক্সবাজার থেকে গাইবান্ধায় এসেছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এসময় ১১৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম