নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাত ৮টায় জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হচ্ছেন-জাকির মোল্লা (৪০), রফিকুল ইসলাম (২৬), মামুন মোল্লা (২৮), রহিম (৩০), সরোয়ার ফকির (৫৫), আকিবুল (২৮), শফিকুল (১৮), আনছার মোল্লা (৪০) ও সাবু বিশ্বাস (৩০)।
আহতরা জানায়, জমিতে কৃষিকাজ শেষে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় ১৪ জন আহত হয়। তাদের মধ্যে গুলিবিদ্ধ ৯ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে ছররা গুলির ক্ষত রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর