বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ বাইপাসে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মাসুদ মল্লিক (১৬) নিহত হয়েছে। আজ দুপুরে দুর্ঘটনায় নিহত মাসুদ একই উপজেলার ভরপাশার মোতাহার মল্লিকের ছেলে এবং বাকেরগঞ্জ মডেল জেএসইউ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, মাসুদ নিজ বাড়ি থেকে ইঞ্জিন চালিত ট্রলিযোগে বাকেরগঞ্জ সদরে যাচ্ছিল। পথিমধ্যে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ ট্রলির নীচে চাপা পড়ে নিহত হয়।
বাকেরগঞ্জের ওসি মো. মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রলিটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার