বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি ও সমাবেশ করছে পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকাল থেকে পৌরসভা চত্ত্বরে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন সকল কর্মকর্তা-কর্মচারি।
সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, এসোসিয়েশনের বরিশাল বিভাগের উপদেষ্টা মো. হেলাল উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, এক দেশে দুই নীতি চলতে পারেনা। পৌর কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে প্রদানের পদক্ষেপ না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল