বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার শহরের কালীবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
মানববন্ধন থেকে বক্তারা উল্লেখ করেন, সরকার গত ৯ বছরে এ দেশে শিক্ষার উন্নয়নে নজিরবিহীন অবদান রেখেছে। এরপরও সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় অনাকাঙ্খিত বৈষম্য রয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এ বৈষম্য থাকা বেমানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ শরীফ সাদী, জেলা কমিটির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম ভূঁঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম জুয়েল, অধ্যাপক শহীদুল ইসলাম রুবেল, অধ্যাপক আলতাফ হোসেন, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন