রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে পঞ্চগড় পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা তিন দিনের কর্মবিরতি শুরু করেছে। আজ সকালে পৌরসভা কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।
পঞ্চগড় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে এসময় এসোসিয়েশনের সভাপতি জাবেদ আলম, সাধারণ সম্পাদক সয়ফুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারি পৌর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে কর্মসূচিতে অংশ নেন। তারা পানি সরবরাহ ব্যতিত সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছে পৌরবাসী।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল