বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার তরিঘড়ি করে রায় ঘোষণা করছেন। সরকারের মন্ত্রীদের কথা শুনে মনে হচ্ছে রায় আগে থেকেই নির্ধারন করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি যে রায় ঘোষণা করা হবে সেই রায়ে বেগম খালেদা জিয়াকে সাজা দিলে দেশের মানুষ তা কোন ভাবেই মানবে না। রায়ের দিনে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।
আজ দুপুরে জেলা বিএনপির সভাপতির বাসভবনে আয়োজিত সদরপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়াকে সাজা দেয়া হলে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আর সেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন-ঘণ্টা বাজাতে হবে।
সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তারা মিয়া খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সহ সভাপতি আজম খান, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মিজানুর রহমান বাবলু, সদরপুর উপজেলা বিএনপি নেতা কাজী বদরুতজামান, বাহালুল মাতুব্বর, সিরাজুল ইসলাম, শাহ আলম মোল্লা, আঃ রাজ্জাক মাতুব্বর, সেলিম রেজা, রহিম মুন্সী, সামসুদ্দিন মুন্সী, শাহরিয়ার খান প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস। মতবিনিময় সভায় আগামী দিনে আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের করণীয় এবং ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে জহিরুল হক শাহজাদা মিয়ার প্রতি সমর্থন জানান সদরপুর বিএনপির নেতারা।
মতবিনিময় সভায় সদরপুর উপজেলার সকল ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল