সুন্দরবন সংলগ্ন লোকালয়ে আবারো বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামে শতশত লোক নির্ঘুম শনিবার রাত কাটিয়েছে শনিবার। নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বাঘ তাড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছেন। তবে বনবিভাগ বাঘ আতঙ্কের কথা কানেই তুলছেন না। তাদের দাবি এসব গুজব।
ভুক্তভোগীরা জানান, শনিবার দিবাগত রাত ৯টার দিকে গুয়াতলা গ্রামের লাল মিয়া ফকিরের বাড়ির সামনে থেকে একটি বাঘ হেটে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন জড়ো হন। তারা বাঘ হাটাচলার ছাপ দেখে বনবিভাগ ও ইউপি চেয়ারম্যানকে জানান। রাত ১২টার দিকে চেয়ারম্যান বাচ্চু ঘটনাস্থলে যান এবং তার শর্টগান দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
রবিবার সকাল ৮টার দিকে গুলিশাখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় অনেকে বাঘের পায়ের ছাপ মাটি খুড়ে নিয়ে বাড়িতে সংরক্ষণ করেছেন।
এ সম্পর্কে গুলিশাখালী টহল ফাঁড়ির এসও মনিরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়েছি। লোকালয়ে কোন বাঘ নেই। এটা গুজব।
ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, বাঘ লোকালয়ে রয়েছে এমন প্রমাণ পাওয়া গেছে। বনবিভাগের বক্তব্য প্রত্যাখান করে তিনি আরো বলেন, গত ২৩ জানুয়ারি গুলিশাখালী গ্রামে একটি বাঘ গণপিটুনিতে নিহত হয়েছে। আরো একটি লোকালয়ে আছে। বনবিভাগ তাদের দায় এড়াতে মনগড়া কথা বলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন