নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশ স্থিতীশীল অবস্থায় আছে বলেই আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রবিবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ওয়্যার হাউজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার এই মামলা হয়েছে কেয়ারটেকারের সময়। মামলা সেখান থেকে চলা শুরু করেছে, আজকে পর্যন্ত চলে আসছে। এখন মামলার রায় সম্পর্কে ওনারা নিজেরা যানেনা মামলার রায় কি হবে? যে সমস্ত বিজ্ঞ আইনজীবীরা তার সঙ্গে আছেন সেই আইনজীবীরা বলতে পারেন, মামলার মেরিট প্লাস সাক্ষী প্রমাণ এটা দেখে বুঝতেছেন যে তাদের এই মামলায় সাজা হবে। তারা এখন 'উদুর পিন্দি বুদুর ঘাড়ে' চাপানোর চেষ্টা করছেন। তবে বাংলার মানুষ বুঝে গেছে যে তার দুর্নীতিতে সাজা হতে পারে।
মন্ত্রী বলেন, পায়রা বন্দরের কাজ দ্রুত হচ্ছে। এই উন্নয়ন অব্যাহত থাকবে। যদি আগামী দিনে ইনশাআল্লাহ শেখ হাসিনা নির্বাচিত হন এবং বাংলার মানুষ তাকে যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আনেন তাহলে এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। আমি মনে করি, যে তারা (বিএনপি) হেরে যাবেন এই কারণেই তারা বলছেন খালেদা জিয়া ছাড়া তারা নির্বাচনে যাবেন না বা নির্বাচন করতে দিবেন না।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান রবিবার বেলা ১১ টায় পায়রা বন্দর এলাকায় সার্ভিস জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ওয়্যার হাউজ উদ্বোধন করবেন। এছাড়া পায়রা বন্দর প্রশাসনিক ভবন, রাস্তা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী পায়রা বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় সাবেক প্রতিমন্ত্রী পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, পায়রা বন্দর চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম বিএন, জেলা পুলিশ সুপার মো.মঈনুল হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজ শেষে নৌ-পরিবহন মন্ত্রী পায়রা বন্দর ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল