দিনাজপুরের শহরতলীর একই পরিবারের ২ শিশুর নিখোঁজের ৭ দিনেও কোন খোঁজ মেলেনি। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ তাদেরকে অপহরণ করা হয়েছে। তবে পুলিশ বলছে, শিশুদের উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, দিনাজপুর শহরের কসবা ফকিরপাড়া এলাকার কামরুল ইসলামের ২ শিশু কন্যা কাকলী (১২) ও আমিনা (৪)। গত ২২ জানুয়ারি দুপুরে বাসার পাশে খেলা করতে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় জিডি এবং পরবর্তীতে ২৪ জানুয়ারি ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
শিশুর মা রুমা আক্তার জানান, যারা তার সন্তানদেরকে অপহরণ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই সাথে সন্তানদেরকে তার কোলে তুলে দেয়ার জন্য প্রশাসনের প্রতি বার বার অনুরোধ জানান।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরী ও পরে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৪ আসামি মাদক বিক্রেতা লিটন, জান্নাতুল ফেরদৌস, রোখসানা ও নাজমা বেগমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও শিশু দুটির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল