নাটোরে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমকে সভাপতি ও ডেইলি এমিয়ান এইজের জেলা প্রতিনিধি নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘নিউজপেপার রিপোটার্স অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে।
রবিবার স্থানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত সভা থেকে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য রয়েছেন ৫ জন।
অপর ৩ সদস্য হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মাসুম (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু (দৈনিক প্রান্তজন) ও দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (আজকালের খবর)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ বিএম মোস্তফা খোকন, জুনিয়র সহ-সভাপতি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইংলিশ রিপোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কামাল মৃধাসহ আনান্য সাংবাদিকবৃন্দ।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, দৈনিক জনদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দৈনিক উত্তরবঙ্গ বার্তা সম্পাদক এডভোকেট এম মালেক শেখ, দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমান সেলিম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন, লোকাল মিডিয়া এসোসিয়েশনের আহ্বায়ক এ বিএম মোস্তফা খোকন প্রমুখ।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীতে নাটোরে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি নাটোর প্রেসক্লাবকে আরো গতিশীল করার আঙ্গীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব