দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উন্নয়ন শ্রমিকদের উৎপাদন কর্মী হিসাবে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এছাড়া ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে কর্মরত উন্নয়ন কর্মীদের আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফুলবাড়ীর নিমতলা মোড় থেকে বের হয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদে শেষ হয়।
এসময় শ্রমিকরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি ফুলবাড়ী ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের অবর্তমানে তার পক্ষে শ্রমিকদের স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ।
স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির উপদেষ্টা এসএম নূরুজ্জামান জামান, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা তাপ বিদ্যুতের বিপক্ষে নই। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে ইউনিটের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের সহস্রাধিক শ্রমিক ইউনিটের উন্নয়ন কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছেন তাদের নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের কর্মরত দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে যোগ্যতানুসারে নিয়োগের দাবিতে গত বছরের ২৬ অক্টোবর, ৯ নভেম্বর ও ৮ ডিসেম্বর তারিখে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষসহ চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর কাছে নিয়োগের জন্য দু’শতাধিক শ্রমিক আবেদন করে। কিন্তু কর্তৃপক্ষ দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগ না দিয়ে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও উন্নয়ন কাজের জন্য লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল