সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক হত্যার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, রবিবার ভোর রাতে গাজীপুর থেকৈ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা মৃত দবির উদ্দিনের ছেলে সুদারু সুমন, সাঈদ ও মুক্কু।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মালেক হত্যার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৯ অক্টোবর সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরের খলিফাপট্টিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৫) মারা যান। নিহত মালেক পৌর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু মুসা বাদী হয়ে ওইদিন রাতে ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব