শতভাগ বেতনভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন লক্ষ্মীপুরের পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার সামনে (আজ) রবিবার সকাল থেকে তারা এ কর্মসূচী শুরু করেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহবানে এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতি পালনকালে পৌরবাসীদের পানি ছাড়া পৌরসভার সকল সেবা বন্ধ থাকছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল