হবিগঞ্জের শহরের মোবাইল ফোনের দোকানগুলোতে ঘন ঘন চুরি বন্ধ ও চোরদের গ্রেফতারদের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন।
আজ দুপুরে হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের প্রধান রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু, ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস’র সভাপতি সামছুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকে রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শহীদ আহমেদ চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, ব্যকস’র সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমূখ। পরে নেতৃবৃন্দ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শহরের ২০টি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এতে ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতিগ্রস্ত হন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল