সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবিতে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেছেন। রবিবার সকাল থেকে সকল কাজ কর্ম বন্ধ রেখে পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে মোংলা পোর্ট পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের ব্যানারে টানা ৩ দিনের এ কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে, পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতির ফলে প্রয়োজনীয় সেবা বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিজাম উদ্দিন বাহাদুর বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে আমরা এ কর্মবিরতি পালন করছি। মঙ্গলবার পর্যন্ত একটানা ৩ দিন এ কর্মসূচি চলবে। এরমধ্যে সরকার যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের বেতন-ভাতা না দেয় তাহলে ৩ দিনের কর্মসূচি শেষ হওয়ার পর বৃহত্তর কর্মসূচি দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত সরকার বলেন, বর্তমানে আমাদের বেতন হয় পৌরবাসীর দেওয়া ট্যাক্সের মাধ্যমে। ট্যাক্স আদায় কম হলে ও ট্যাক্সের টাকা দিয়ে পৌরসভার অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম করলে আর আমাদের বেতন হয় না। সুতরাং আমরা চাই সরকার আমাদের এ দাবি মেনে নিয়ে সরকারি কোষাগার থেকে আমাদের বেতন-ভাতা দিয়ে পৌরসভার উন্নয়ন ও পৌরবাসীকে পর্যাপ্ত সেবা দানের সুযোগ করে দিবেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল