বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ) নেতৃবৃন্দ।
রবিবার কুমিল্লা কান্দিরপাড় টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রীর বরাবর কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে স্বাশিপের সভাপতি অধ্যক্ষ মো: মজিবুর রহমান বলেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্ত করতে হবে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্দেশ অনুয়ায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে।
আরো বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শরিফুল ইসলাম, জেলা স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন ও মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দীকা।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান