রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ঝলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক হলেন মুখলেস আলী। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রাক ঝলমলিয়া মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে একজন নারী ও শিশু যাত্রী নিয়ে আসা চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি ছিটকে পড়ে যায়। এতে ভ্যান চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক মুখলেস আলীকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান