খুলনা-মোংলা রেল প্রকল্পের রূপসা রেলসেতুর নির্মাণ কাজের দুই শ্রমিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন-আজম বিল্লাহ ও ইমরান মোল্লা। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে খুলনার বটিয়াঘাটায় ঠিকাদারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলএনটি)’র প্রজেক্ট অফিসে এ ঘটনা ঘটে।
রবিবার বিকেলে রূপসা রেলসেতুর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজার সুব্রত জানা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেছেন।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম সোহেল বলেন, প্রজেক্টের ভেতরে ঢুকতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান