টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২২লাখ ৮০ হাজার টাকার মূল্যমানের ৭হাজার ৬শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ এক পাচারকারীকে আটক করেছে।
জানা যায়, টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে নাম্বারবিহীন একটি পালসার মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালান। সেসময় অভিনব কায়দায় লুকানো ২২লাখ ৮০হাজার টাকা মূল্যমানের ৭ হাজার ৬শ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামীর পূর্ব নাসিরাবাদস্থ চন্দন নগর জেডএ আবাসিক এলাকার শামসুল হুদার ছেলে রবিউল হাসান (৩৫) কে আটক করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান