বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব। আজ রবিবার শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জুবলী রোড হয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শহরের পুরাতন কাচারী এলাকার শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাংবাদিকরা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার