বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এই পদ্মা বুঝি আর সেতু দেখবে না, এই পদ্মা নদীর উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলাম শেখ হাসিনার সঙ্গে একদিন এই পদ্মা নদীর উপর দিয়ে ট্রেনে যেতে যেতে অথবা সড়ক পথে গাড়িতে যেতে যেতে দেখতে পাবো পূর্ণিমার চাঁদ। এই স্বপ্ন কী সত্যি হবে না, স্বপ্ন আজ সত্যি হতে চলেছে।' আজ রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসেছে কুয়াশা ভেজা হেমন্তের এক সকালে। নেত্রীর তখন ওয়াশিংটন একটি মাইনর অপারেশন হয়েছিল। সেই শুভক্ষণে আমরা বাংলাদেশ যাকে সবচেয়ে বেশি মিস করেছি। যার দুরন্ত সাহস ও সাহসের সোনালী ফসল হচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু। সেতু মন্ত্রী আরো বলেন, আমি নেত্রীকে জিজ্ঞাস করেছিলাম, এই শুভক্ষণে প্রথম স্প্যান বসবে, আপনি নেই। একটি দিন পিছিয়ে দেই, তিনি বললেন- আমার জন্য পদ্মা সেতুর কাজ এক মিনিটেও বন্ধ থাকবে না। শেখ হাসিনাই হচ্ছে পদ্মা সেতু নির্মাণের প্রাণ শক্তি।
বিডি প্রতিদিন/এ মজুমদার