নাটোরে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মো. গোলাপ আলীর ছেলে ট্রাক চালক টুটুল আলী (৩২) ও জয়পুর গ্রামের আজাম্মেল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৮)।
আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আলমঙ্গীর পাশা।
বিডি প্রতিদিন/এ মজুমদার