নওগাঁর মহাদেবপুরে অসুস্থ মাকে সুস্থ করে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার রাতে ইসমাইল হোসেন (৬৫) নামের এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়।
ইসমাইল উপজেলার সদর ইউনিয়নের সারতা গ্রাম মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন এবং কবিরাজ হিসেবে পরিচিত।
জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই ছাত্রীর প্রতিবন্ধী মাকে সুস্থ করে দেওয়ার কথা বলে তাকে প্রায় ১৫ দিন ধরে ধর্ষণ করেন ইসমাইল। ধর্ষণের ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তার মা সুস্থ হবে না এবং তাকে হত্যা করা হবে এমন হুমকি দেন ইসমাইল। কিন্তু ভণ্ড কবিরাজের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় ঘটনাটি শনিবার দুপুরে পরিবারের লোকজনকে জানায় সে।
শনিবার ছাত্রীর ভাই বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই রাতেই ধর্ষক ইসমাইলকে গ্রেফতার করে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল