মৌলভীবাজারে নিখোঁজের ৯ দিন পর আব্দুল্লাহ হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজারের পার্শ্ববর্তী আরব আলীর টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির ৯ম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত ১৮ জানুয়ারি হাসান বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পরের দিন সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিখোঁজের প্রথম দিনই ছেলেটিকে হত্যা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল