নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিনগত মধ্যরাতে উপজেলার নলুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আবুল খায়ের জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটক বিক্রেতারা হলেন- উপজেলার নুলয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও সদর উপজেলার সফিপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে শাহিন আলম।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ