রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে ঠাকুরগাঁওয়ে কর্মবিরতি পালন করছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে সকাল থেকে কর্মস্থল ছেড়ে পৌরসভা চত্বরে এ কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সহ-সভাপতি নির্বাহী প্রোকৌশলী বেলাল হোসেন, জেলা শাখার সভাপতি রাশেদুল রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা আমাদের যৌতিক দাবিতে আন্দোলন করে আসছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিক হবেন। অন্যথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে কর্মবিরতি পালন করায় পৌরসভায় সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল