বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। পৌরসভার পানি সরবরাহ ছাড়া অন্য সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নেমেছে তারা। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পৌরসভার বাসিন্দারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে পৌর কার্যালয়ের সামনে সমবেত হয়ে কর্মবিরতি পালন করছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। লক্ষ্মীপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী শামছুল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে কর্মবিরতিতে অংশ নেয় জেলা সভাপতি প্রকৌশলী শামছুদ্দীন, সিনিয়ির সহ সভাপতি আনোয়ার হোসেন, পৌর সচীব আলাউদ্দিনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
এসময় বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং ৭২ ঘণ্টা পর দাবি আদায়ের লক্ষে পানি সরবরাহ বন্ধসহ আরো কঠোর আন্দোলন শুরু হবে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল