সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবিতে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনে মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকালে খাগড়াছড়ি পৌরসভার সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই কর্মবিরতির আয়োজন করে জেলা শাখার নেতৃবৃন্দরা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পৌরসভাগুলোতে কর্মরত কর্মচারীরা ২ মাস থেকে শুরু করে ৫২ মাস পর্যন্ত বেতন-ভাতা পায়না। এতে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অথচ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বর্জ্য অপসারণ থেকে শুরু করে সব ধরণের পৌর নাগরিক সেবা দিয়ে থাকে। তাই সেবার পরিবর্তে পথে নামতে বাধ্য হয়েছেন তারা।
এসময় বক্তারা দাবি মেনে না নিলে তিনদিনের কর্মসূচির পর লাগাতার কর্মসূচ পালনেরও ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, জেলা কমিটির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংক্য মারমা, সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার প্রমূখ।
উল্লেখ্য, একই দাবিতে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে আগামীকাল ৩০ জানুয়ারীও পর্যন্ত পৌর কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করবে।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল