নাটোরের বড়াইগ্রামে অটো রাইস মিলের গরম পানি ফসলি জমিতে পড়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জট বাধে। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ক্ষতিগ্রস্ত কৃষক জীবন কুমার, আশরাফুল ইসলামসহ আরো অনেকে জানান, গত দুই বছর থেকেই এলাকার রশীদ অটোরাইস মিলের পরিত্যক্ত গরম পানি তাদের ফসলি জমিতে গিয়ে পড়ে। এতে রাইস মিলের আশপাশের ফসলি জমির সকল ধরনের ফসলের চারা পুড়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে।
বিষয়টি রাইস মিল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজে আসেনি। এরই প্রতিবাদে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা একত্রিত হয়ে সকালে মিলের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু করে। তাদের দাবি রাইস মিলের গরম পানি ফসলি জমিতে ছেড়ে দিয়ে তাদের যা ক্ষতি হয়েছে তা রশীদ রাইস মিল কর্তৃপক্ষকে পুষিয়ে দিতে হবে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান জানান, মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ঘটনার সঠিক বিচারের আশ্বাস দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে এ বিষয়ে রশীদ অটোরাইস মিলের মালিক পক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল