দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হাসনাবাদ সমাজ সেবা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপেক্ষমানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক এন জি ও এ্যাফেয়ার্স ব্যুরো উপ-সচিব এম এস আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মোঃ আশরাফ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিয়ত উল্লাহ মোল্লা এবং বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন শিকদার প্রমুখ।
সভাপতিত্ব করেন হাসনাবাদ সমাজ সেবা সংঘের সভাপতি মোঃ আসলাম। স্ব-উদ্যোগী এমন সেবামূলক কর্মকাণ্ডের সাথে একাত্বতা প্রকাশ করে সাধুবাদ জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম (পি. এম)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজুর রহমান।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৮/হিমেল/শ্রাবন