নাটোরের বড়াইগ্রামের গড়মাটি মেসার্স রশিদ অটো রাইস মিলের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি ছেড়ে নলখোলা বিলে জলাবদ্ধতা সৃষ্টি করাসহ কয়েক’শ একর জমির ফসল নষ্ট করার প্রতিবাদে এবং বিলে পানি ছাড়া বন্ধের দাবিতে আজ ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ ও চালকলের মূল ফটক বন্ধ করে দফায় দফায় বিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্থ শতশত কৃষক।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করলে উভয়পাশে হাজার হাজার বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। এ সময় কৃষক সমাবেশে ক্ষতিগ্রস্থ কৃষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ইউপি সদস্য ভাসান আলী, সাবেক ইউপি সদস্য জামির হোসেন, কৃষক গোলাম আযম, সাইদুর রহমান ও আলাউদ্দিন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, অটো রাইস মিলে ধান সিদ্ধ ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদণের কাজে ব্যবহৃত গরম পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করে মিল কর্তৃপক্ষ সেগুলো সরাসরি পাশের নলখোলা বিলে ছেড়ে দেয়। এতে বিলের নীচু অংশে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি শত শত একর জমির ধান, রসুনসহ অন্যান্য ফসল মারা যাচ্ছে। পরে মহাসড়ক অবরোধের খবর পেয়ে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে কৃষকেরা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ জানুয়ারি) ক্ষতিগ্রস্থরা বিলে মানববন্ধন করে মিল কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে বিলে পানি ছাড়া বন্ধ করার আলটিমেটাম দেন। কিন্তু কৃষকদের আহ্বানে সাড়া না দেয়ায় আজ সোমবার তারা মহাসড়ক অবরোধ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার