নোয়াখালী সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেনীর এক স্কুলছাত্রসহ ২জন নিহত হয়েছে।
আজ দুপুর ২টায় নোয়াখালী উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র মো: সাইমুন (৮) স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার সময় খলিফারহাট এলাকায় অটোরিক্সার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহত সাইমুন দাদপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের জামাল উদ্দিন এর ছেলে।
অপর দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টায় মাইজদী-বেগমগঞ্জ সড়কের টিভি সেন্টারের সামনে। কুমিল্লা থেকে আসা একটি যাত্রীবাহি বাস সিএনজি অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মো: শাহাবুদ্দিন (৫০) নিহত হন এবং চালক আহত হয়।
নিহত শাহাবুদ্দিন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশ ইউনিয়নের লতিপপুর গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি অটো রিক্সা এবং যাত্রীবাহি বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান