বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রোমোশনাল প্রোগ্রামের আওতায় বগুড়া সদর উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্টকহোল্ডারদের অংশগ্রহণে 'নিপাহ্ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা' শীর্ষক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশলায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি চীফ ডা. মো. আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মনিরা সুলতানা, বুড়িগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা শাহীন, নওদাপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ অসীম কুমার সাহা প্রমুখ। এতে নিপাহ ভাইরাসের লক্ষন, প্রতিকার এর উপর তথ্য উপাত্ত সমৃদ্ধ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সাথে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণকে এ বিষয়টি জানানোর কথাও বলা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার