চাঁদপুরে পুলিশের ব্যাপক ধড়পাকড়ের কারণে উপজেলার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ২৪ ঘন্টায় পুলিশ চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদেও ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াসহ বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে। তবে আটকৃকতদের বিভিন্ন মামলার এজহার ও ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে দেখানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র ও থানা পুলিশের দেয়া তথ্যানুযায়ী, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, হাজীগঞ্জ ১ জন, মতলব (দঃ) থানায় ৩ জন, মতলব (উঃ) থানায় ২ জন, হাইমচর থানায় ১ জন, কচুয়া থানায় ১ জন ও শাহরাস্তি থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো- চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা যুবদলের আহবায়ক কাদের বেপারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী, মহামায়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহজালাল বেপারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, ফরিদগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, আলমগীর হোসেন মোক্তার, পাইকপাড়া উত্তর বিএনপি ’র সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, রূপসা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল ইমন সবুজ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আখের খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউছার হোসেন রুবেল এবং বিএনপি নেতা মাইনুল ইসলাম বিলাস।
চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ের ডিআইও-১ মো. কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি পুলিশের নিয়মিত কাজেরই অংশ। গত কয়েকদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামীদেরকে আটক অব্যাহত রেখেছেন।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান