সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখপূর্বক ৩০-৪০ জনকে অজ্ঞাত রেখে মামলাটি (নং- ৪) দায়ের করেন থানার এসআই সফিকুল ইসলাম।
মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, আবদুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া, যুবদল নেতা রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন।
জানা যায়, আজ সোমবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে রবিবার বিকেলে পুলিশের অনুমতি ছাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল ও লিফলেট বিতরণ করেন। রাতে নাশকতার আশংকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ ও অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। তাদেরকে আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার