রাঙামাটি জেলা বিএনপি ও যুবদলের সভাপতিসহ দলীয় ৬ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে তাদের রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আটক করা হয়।
আটকরা হলেন- রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম শাকিল, যুব দলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদ চৌধুরী, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, এবং জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. কামাল উদ্দীন।
এদিকে, জেলা বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নূর নবী। তার নেতৃত্বে তাৎক্ষণিক শহরের তবলছড়ি এলাকায় একটি ঝটিকা মিছিলও বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পুলিশ এসে সমাবেশ পণ্ড করে দেয়। এসময় নেতাকর্মীরা পালিয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, বিএনপি’র এসব নেতারা আমলযোগ্য অপরাধ সংগঠিত করার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু জানান, বিনা অপরাদে জেলা বিএনপির শীর্ষ নেতাদের এভাবে আটক করা নিন্দনীয়। এমন আইন কারও কাম্য নয়। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্মকাণ্ড পরিচালনা করে আসছি। এতে আইনশৃঙ্খলা ভঙ্গ করা কিংবা অশান্তি সৃষ্টি করার মত কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারপরও পুলিশ বিএনপি’র নেতাদের গ্রেফতার করেছে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে কখনও যা মেনে নেয়া যায় না। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অবিলম্বে গ্রেফতার ও আটক নেতাদের মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবিও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম