আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর পাচঁটার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপরে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, একটি ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি ও অস্ত্র জব্দ করা হয়।
বিস্তারিত তথ্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলেও জানান এসআই মো. মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ