বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, বর্তমান সরকার চেষ্টা করছে সারাদেশে বিদ্যুতের আলো ছড়িয়ে দিতে। এতে দেশের মানুষের মাঝে আশা জেগেছে। মানুষের এই আশাকে তরান্বিত করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে হাজী আবুল হোসেন ট্রাস্টের আয়োজনে হ্যাবিট ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তোমরা শুধু চাকরির পেছনে না ছুটে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দেয়ার জন্য নিজেদের গড়ে তুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের নেত্রী। উন্নত দেশের নেতারা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুস্মরণ করেন।
হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান ছানোয়ার হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাহিম রাজ্জাক এমপি, আয়েন উদ্দিন এমপি, মনিরুল ইসলাম এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলা ও পিঠা প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম