গাজীপুরে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে গুলিতে ব্যবসায়ী ইলিম হোসেনের (৪৩) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রবিবার কালিয়াকৈর থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি আবদুল মান্নান। নিহত ইলিম কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার বাসিন্দা। তাঁর সহযোদ্ধা পরিচয় দিয়ে আবু সাইদ (রাজু) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে।
এজাহারে বাদী বলেন, গত বছরের ৫ আগস্ট ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে অবস্থান নেওয়া অবস্থায় ইলিম হোসেন গুলিবিদ্ধ হন। তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাঁর লাশ দাফন করেন। মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের ৪২ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া জানান, তাঁর পরিবার কোনো মামলা করেনি।
মামলার বাদী বলেন, ‘ইলিম হোসেন আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর পরিবার মামলা করতে চায়নি। আমি হত্যাকান্ডের বিচার চাই, তাই মামলা করেছি।’