বরিশালের বানারীপাড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে আচেতন করে ১ লাখ ৭৯ হাজার টাকাসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বানারীপাড়া বন্দর বাজারে অগ্রণী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
চেতনা ফিরে পাবার পর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মীর আকবর হোসেনের স্ত্রী রাবেয়া বেগম জানান, তিনি সকালে ১ লাখ টাকা নিয়ে বাসা থেকে বানারীপাড়া বন্দর বাজার শাখা অগ্রণী ব্যাংকে যান। সেখান থেকে তিনি সকাল ১১টার পর একটি চেকের মাধ্যমে আরও ৭৯ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই সামনে দাড়িয়ে থাকা বোরকা পরিহিত দুইজন নারী ব্যাংকের কথা জানতে চেয়ে তাকে জড়িয়ে ধরেন। পরে তিনি একটু সামনে রিক্সা স্ট্যান্ডে এগিয়ে যান এবং অচেতন হয়ে পড়েন। এরপর আর কিছুই মনে নেই তার।
প্রবাসী আকবরের চাচাতো ভাই মীর লিটন বলেন, তার ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম অচেতন হয়ে পড়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি সুস্থ হয়ে বিষয়টি থানা পুলিশকে জানান।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ব্যাংক ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল