নাটোরের সিংড়ায় জোবায়ের হোসেন (৩৬) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃত জোবায়ের পেট্রোলবাংলা মহল্লার ইয়াকুব মাষ্টারের ছেলে। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের পেট্রোলবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার বাসায় তাবলীগ জামায়াতের কিছু সাথীরা দাওয়াত দিতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তার পরিচয় জিজ্ঞেস করলে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্য দাবি করে। তার কথায় সন্দেহ হলে থানায় খবর দেয় তাবলীগ জামায়াতের সাথীরা। একই মহল্লার বাসিন্দা ও তাবলীগ জামায়াতের সাথী সামিউল বাদী হয়ে তার বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল হক জানান, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে একই পরিচয় দেয় এবং তাকে থানা থেকে কয়েকটি মামলার তদন্ত করতে দেয়া হয়েছিল বলেও দাবি করে জোবায়ের।
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, সরকারী অফিসার হিসেবে পরিচয় দেয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল