বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের পরবর্তী সহিংসতা মোকাবেলায় টাঙ্গাইল জেলা ও উপজেলা শহরগুলো রয়েছে আওয়ামী লীগের দখলে। এছাড়াও উপজেলা শহরগুলোতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রায় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তবে কঠোর হাতে দমন করা হবে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা