নওগাঁর বদলগাছীতে উপজেলার মিঠাপুর ইউনিয়নের পাঁড়রা উম্মিয়া ওয়াহেদ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানা প্রাঙ্গণে উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট এর আয়োজন মেধা অন্বেষণ ও সমন্বিত বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠেঙ্গামারা মহিলা সংস্থা (টিএমএসএস) এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম।
উম্মিয়া ওয়াহেদ ট্রাস্টের প্রতিষ্ঠা ও নির্বাহী সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুক্তিযোদ্ধা মো: এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিতা রানী মহন্ত, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-২ মতিউর রহমান, উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট পরিচালক রেজোয়ান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ৭৯ জন শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষায় সহায়তায় ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ায় ১২ জনসহ সর্বমোট ৯১ জনকে ৩ লাখ টাকা বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল