অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
শুক্রবার ভারতে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
কঙ্গনা বলেন, সমাজ যেন একেবারে অবক্ষয়ের দিকে না ধাবিত হয়, সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি ও তরুণদের মানসিকতা যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই ধরনের উদ্যোগ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। আমাদের সমাজ যেন সম্পূর্ণ ধ্বংসের পথে না যায়, সেটি দেখা জরুরি। অবৈধ কনটেন্ট ছড়ানো এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেইসব প্ল্যাটফর্ম।
সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/নাজিম