পেরুর লিমা থেকে লা মেরসেড শহরগামী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার পালকা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
জুনিন অঞ্চলের স্বাস্থ্য পরিচালক ক্লিফর কুরিপাকো জানান, বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে একটি খাড়ির খাদে পড়ে যায়।
তরমা শহরের স্বাস্থ্য কর্মকর্তা আলদো তিনেও বলেন, নিহত ১৫ জনের মরদেহ শনাক্ত করার কাজ চলছে।
বাসটি এক্সপ্রেসো মোলিনা লিডার ইন্টারন্যাশনাল নামের একটি পরিবহন সংস্থার ছিল। ডাবল ডেকার ওই বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসটি ছিটকে পড়ে উল্টে গিয়ে একটি নদীর পাশে পড়ে যায়।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি দুর্ঘটনায় ভেঙে দুই টুকরো হয়ে গেছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/নাজিম