সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ গাজী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বরুইমহল গ্রামে এ ঘটনা ঘটে। রউফ গাজী বরুইমহল গ্রামের কালু গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুর রউফ তার বাড়ির পাশে একটি তাল গাছে রস আহরণের জন্য গাছটিতে একটি বাঁশ বাঁধছিলেন। এসময় বাশের মাথার একটি অংশ বিদ্যুৎ লাইনের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল